
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধার-৩ (পলাশবাড়ী সাদুল্যাপুর) আসনের আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এমপি’র নির্বাচনী প্রচারণায় বেশ জমে উঠেছে। উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখা গেছে, প্রার্থী নিজে এবং তাঁর সমর্থরা জোরে-সোড়ে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ,উঠান বৈঠক জোড়ালো ভাবে চালিয়ে যাচ্ছেন। লক্ষ করা গেছে,এ আসনটিতে নৌকা প্রতিকের প্রার্থীর প্রচারণা নারী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আজ ১৫ ডিসেম্বর শনিবার সকাল হতে রাত অবধি সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা, জামালপুর, ফরিদপুর ইউনিয়নেরর গ্রাম গঞ্জে হাট বাজারে সর্বস্তরের মানুষের সাথে গণসংযোগ, উঠান বৈঠক, সমাবেশ ও লিফলেট বিতরণের মধ্যে দিয়ে প্রচারণা করেন। এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড শাখারসহ মহাজোটভুক্ত অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন। মহাজোটের প্রধান দল ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এমপি এসময় উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন গত দশম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পরদিন থেকে তিনি দুটি উপজেলার মাটি মানুষের উন্নয়নে কাজ করেছেন। আবারো তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এ দুটি উপজেলাকে একটি স্বপ্নময় বেকারমুক্ত কর্মস্থানময় এলাকায় পরিনত করার প্রত্যয় ব্যক্ত করেন ডাঃ মোঃ ইউনুস আলী সরকার ।
একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্যাপুর আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন – ৮ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মো. ইউনুস আলী সরকার (নৌকা) জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), জাতীয় পার্টি জেপি টিআইএম ফজলে রাব্বি চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির দিলারা খন্দকার (লাঙ্গল), , এনপিপির মো. মিজানুর রহমান তিতু (আম), ইসলামী আন্দোলনের মোঃ হানিফ দেওয়ান (হাত পাখা), বাসদের সাদেকুল ইসলাম (মই) ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।
এদিকে বর্তমান সরকারের উন্নয়নের চিত্রের ফলে অন্যান্য প্রার্থীরা প্রতিদ্বন্দিতায় হিমশিম খাচ্ছেন সরকারদলীয় প্রার্থীর প্রচার প্রচারণায়। এছাড়াও সরকারের উন্নয়ন সাফল্যের কারণে এ আসনটিতে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড.ফজলে রাব্বী এখনো মাঠে নামেননি।
উল্লেখ্য , একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা -৩ (পলাশবাড়ী সাদুল্যাপুর) আসনটির দুটি উপজেলায় ১৩২ টি কেন্দ্রে মোট ৪ লক্ষ ১১ হাজার ৮শত ৪১ জন ভোটার । এ আসনে নারী ভোটার ২ লক্ষ ১১ হাজার ১ শত ২ জন ও পুরুষ ভোটার ২ লক্ষ ৭ শত ৩৯ জন। এ আসনে ভোট গ্রহনে ১৩২ জন প্রিজাইডিং অফিসার,৭৮৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার,১৫৭২ জন পোলিং অফিসার দায়িত্বে নিয়োজিত থাকবেন ।