
১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত যাতে মাঠ থেকে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মেসি-নেইমার গোল মিস করতে পারেন। কিন্তু নির্বাচনে শেখ হাসিনার বিজয়ের গোল মিস হবে না। এই নির্বাচনে বিএনপি-জামায়াতের কবর রচিত হবে।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় গতকাল সোমবার আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
গাইবান্ধা-৫ আসনে মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নৌকা মার্কার সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াত বলেছিল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা আসবে না। এখন ঠিকই নাকে খত দিয়ে তারা নির্বাচনে এসেছে।’