
নরসিংদীর শিবপুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আবুল কালাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মনোহরদীগামী রয়েল পরিবহনের একটি বাস ও মনোহরদী থেকে নরসিংদীগামী একটি লোকাল বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।