
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯ নং রিফাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইসাহক আলী ৩ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী আ.ক.ম সরওয়ার জাহান বাদশার হাতে নৌকা তুলে দিয়ে রিফাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইসাহক আলী ৩ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন।
বর্তমান সরকারের আমলে বিগত ১০ বছর ধরে দৌলতপুর তথা কুষ্টিয়া জেলা ও সারা বাংলাদেশে যে পরিমান উন্নয়ন হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে এত উন্নয়ন কোন সরকার করতে পারেনি। বর্তমান সরকার সাধারন মানুষের ব্যাপক উন্নয়ন করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই মূলত বিএনপি থেকে আ.লীগে যোগদান বলে তিনি জানান।