
দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি:
আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এ্যাড. আ.ক.ম সরওয়ার জাহান বাদশার জনসভায় নৌকার ভোট চাইলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
২৪ ডিসেম্বর দৌলতপুর পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠের জনসভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুদ্দিন মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান,জেলা সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
জনসভায় হানিফ বলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আ.ক.ম সরওয়ার জাহান বাদশাকে সৎ ও যোগ্য হিসাবে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে নৌকার মনোনয়ন দিয়েছেন, আমাদের সকলের উচিৎ দীর্ঘ দিনের দ্বিধা দ্বন্দ ভুলে বাদশার সাথে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করা এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও মুক্তিযুদ্ধের চেতনাকে সুসংগঠিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান। ।