
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে একাদশ জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্ত আ.ক.ম সরওয়ার জাহান বাদশা নৌকাকে বিজয়ী করতে ১৪ ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে মত বিনিময় করেছেন।
রোববার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় নিজ এলাকা ফিলিপ নগর তার নিজ বাস ভবনে উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে তৃনমূলের সকল নেতা কর্মীদের এক কাতারে আনতে তাদের সাথে মতবিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুদ্দিন মোহন, জেলাপরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন মাষ্টার, আরমা ওয়েল ফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আঃ রাজ্জাক সহ ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
মত বিনিময় সভার শুরুতে এ্যাডভোকেট আ.ক.ম সরওয়ার জাহান বাদশা বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনকের আদর্শে অনুপ্রানীত হয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক ঘাতপ্রতিঘাত পার করে দীর্ঘ ২৭ বছর পরে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আমাকে আ.লীগের নৌকার হাল ধরিয়ে দিয়েছেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথিকৃত সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ আ.লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা।
সকল ইউপি প্রতিনিধিদের উদ্যেশ্যে বাদশা আরো বলেন দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে বিভ্রান্ত না হয়ে আসুন আমরা সবাই এক সাথে নৌকার পক্ষে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই আসনে নৌকা উপহারের যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করতে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা ,সহযোগিতা,দোয়া ও ভালবাসাই আমার এবং আমাদের কাংখিত লক্ষে পৌছাতে সক্ষম হব ইনশাআল্লাহ।