
মিজানুর রহমান- দেলৈতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে বড়গাংদিয়া কলেজ মাঠে নৌকার নির্বাচনী জনসভায় গণজোয়ারের সৃষ্টি হয়েছে।
শনিবার বিকেল ৪টার সময় উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া কলেজ মাঠে সরওয়ার জাহান বাদশার নির্বাচনী জনসভায় খলিশাকুন্ডি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী এ্যাড সরওয়ার জাহান বাদশা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন,মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, জেলা আ.লীগের প্রচার সম্পাদক হাসানুল আসকার হাসু, জেলা কৃষক লীগ সভাপতি স্বপন, উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক শরীফ উদ্দিন রিমন, উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক আঃ রশিদ বাবলু, জেলা ওয়ার্কাশ পার্টির সভাপতি কমরেড মহসিন আলী,মহাজোটের বাংলাদেশ জাসদের অধ্যক্ষ রেজাউল হক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আঃ কাদের সহ ১৪ ইউনিয়নের চেয়ারম্যান গণ।
বাদশা বলেন বিএনপি সরকারের আমলে এই এলাকার মানুষ রাতে শান্তিতে ঘুমতে পারেনি এমনকি গোয়ালের গরুর দড়ি ধরে গোয়াল ঘরে বসে থেকেছে সারারাত সন্ত্রাসিদের ভয়ে। তিনি আরো বলেন বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে মানুষ গোয়াল ঘরে গরুর গলায় দড়ি পরানোর কথা ভাবেনি যেখানে সেখানে নির্বিঘেœ থেকেছে, মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে, রাস্তা ঘাট ব্রীজ কার্লভাট হয়েছে, এক সময় সন্ত্রাসীদের অভয়ারন্য ছিল এই এলাকা এখন মানুষ অবাধে চলাফেরা করতে পারছে, তাই আগামী দিনে সুন্দর ভাবে বসবাস করার জন্য আবার নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।