
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী আভিযানে ১১০ গ্রাম হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
আজ ৫ ডিসেম্বর বুধবার বিকাল অনুমানিক ৪ টা ৫ মিনিটের সময় গোবিন্দগঞ্জ থানার এস আই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম কোচাশহর তিন রাস্তার মোড় এলাকা হতে অভিযান চালিয়ে পেশাদার হিরোইন ব্যবসায়ী ১। জাহাঙ্গীর (৩৫) ও ২। আলম(৩২) কে ১১০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।
হিরোইনসহ গ্রেফতারকৃত জাহাঙ্গীর (৩৫) গোবিন্দগঞ্জ উপজেলার আর্জি সাহাপুর গ্রামের জাহিদুলের ছেলে ও ২। আলম(৩২) একই গ্রামের পটু সরকারের ছেলে।
এখবর নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম মেহেদী হাসান জানান,উদ্ধারকৃত হিরোইনের মুল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।