
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী কে নির্বাচিত করতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী বিশেষ বর্ধিত সভা আজ ৫ ডিসেম্বর বুধবার পৌর শহরের দুর্গাপুর পুরাতন কেজি স্কুলমাঠে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হীরু।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,সহ সভাপতি আব্দুল্লাহ হারুন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল,যুগ্ন সম্পাদক রনজিদ বকসি সূর্য,জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,সহ সভাপতি ফেরদৌস আলম রাজু,সহ সভাপতি মুকিতুর রহমান রাফি,সহ সভাপতি খন্দকার আব্দুর রহমান মাষ্টার,যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু,সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর সভার মেয়র আতাউর রহমান সরকারের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তারা বলেন, ১৪ দলীয় ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব প্রদানের লক্ষ্যে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান ।