
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে ১১৮ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম হিরোইনসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।
আজ ৩ ডিসেম্বর সোমবার ভোরে গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল ও এএসআই সাইফুলের নেতৃত্বে একটি টিম বুজরুক বোয়ালিয়া প্রগতি পাড়া ধানের চাতালের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সবুজ শেখ (৩৫) কে ১১৮ পিস ইয়াবা সহ এবং একই দিন সকালে এসআই শান্তানুরের নেতৃত্বে অপর একটি টিম উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোবিন্দগঞ্জ হিরোক সিনেমা হলগামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে গ্রামীণফোণ টাওয়ারের সামনে হতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মাদক সেবনকারী ও হিরোইন ব্যবসায়ী সাজু(৩৫) কে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
ইয়াবাসহ গ্রেফতার সবুজ শেখ (৩৪) মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার জোড়ারদেউল গ্রামের হাসেম শেখের ছেলে ও হিরোইনসহ গ্রেফতার মাদক ব্যবসায়ি সাজু (৩৫) গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর গ্রামের সামশুল শেখের ছেলে।
এখবর নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, উদ্ধার কৃত ইয়াবা ও হেরোইন এর মূল্য ৫ লক্ষ ৬০ হাজার ৪ শত টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি সবুজ ও সাজুর বিরুদ্ধে আদালতে আরো ২টি করে মাদক মামলা বিচারাধীন আছে।উল্লেখ্য আসামি সবুজ হিলি এলাকা হতে ফেনসিডিল নিয়ে নিজ এলাকায় বিক্রয় করে এবং তার এলাকা হতে ইয়াবা এনে এই এলাকায় বিক্রয় করে থাকে। উপরোক্ত দুইটি ঘটনায় গ্রেফতাকৃতদের বিরুদ্ধে পৃথক থানায় দুটি মামলা রুজু করা হয়েছে ।