
গাইবান্ধা জেলা ফুলছড়ি উপজেলায় আজ ২৩ ডিসেম্বর রবিবার উপজেলার বুড়াইল স্কুল এন্ড কলেজে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করছি। সততা ও নিষ্ঠার সাথে নির্বাচনী বিধি নিষেধ মেনে অবিচল থেকে নির্বাচনের দায়িত্ব পালনের আহবান জানান তিনি।
পুলিশ সুপার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর। আশা করি আমরা সকলে মিলে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এ উপজেলায় ৪৪টি ভোট কেন্দ্রের বিপরীতে ৪৪ জন প্রিজাইডিং অফিসার, ২২৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৪৫৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবে।