
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-২ (সদর)আসনে গণসংযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত ও বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রশিদ সরকার। সোমবার (২৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সাথে ছিলেন।
এ সময় বিএনপি প্রার্থী আব্দুর রশিদ সরকার বলেন, ‘মানুষ আমাকে ভালবাসে, গণমানুষের নেতা হিসেবে আমি পরিচিত। সর্বস্তরের মানুষের কাছে ধানের শীষ মার্কার একটি গ্রহনযোগ্যতা তৈরি হয়েছে। মানুষ গত দশ বছর ভোট দেওয়ার জায়গা পায় নাই, এবার তারা ধানের শীষে আমাকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার কারামুক্তি সেইসাথে তারেক রহমানকে দেশান্তরী থেকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করছে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবার জন্য সমান সুযোগ, ইসির এই কথার সাথে বাস্তবের মিল নেই।আমাদের জন্য সুযোগ কোথায়? মিথ্যা মামলা দিয়ে আমাদের কর্মীদের ধরে নিয়ে আসছে। তাদের অপরাধ তারা বিএনপি করে, তারা ধানের শীষের পক্ষে কাজ করে।’ তিনি বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষের পক্ষে গণজাগরনের ফলাফল আপনার প্রত্যক্ষ করবেন। মানুষ বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে।’
আসনে মোট ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গাইবান্ধা-২ সদর আসন। এখানে মোট ভোটার ৩ লাখ ৩৪ হাজার ১০০ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৪৪৬ জন এবং মহিলা ১ লাখ ৭১ হাজার ৬৫৪ জন।