
গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র শামছুল আলম মোটর ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আবু হোসেন সরকার আবু, মাইক্রো ড্রাইভার ইউনিয়নের সভাপতি আবুল কালামসহ শতাধিক কর্মী-সমর্থক নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
অনাড়ম্বর এ যোগদান অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে সদ্য যোগদানরত সাবেক মেয়র শামছুল আলমসহ তার কর্মী-সমর্থককে বরণ করে নেন গাইবান্ধা-২ (সদর) আসনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
২৪ ডিসেম্বর সোমবার রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জোর্দ্দকড়িসিং মাহাবুব আরা বেগম গিনির বাসভবনে এ যোগদান অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসানুল করিম লাছু, যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এস.এম আলমগীর, এ্যাড. আনিসুর রহমান,শ্রমিক নেতা তানজিমুল ইসলাম জামিল, ছাত্রলীগের সাবেক জেলা আহ্বায়ক আব্দুল লতিফ আকন্দ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের শশীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. শামছুল আলম ১৯৯৩ ও ২০০৪ সালে পরপর দুইবার গাইবান্ধা পৌরসভার কমিশনার এবং ২০১১ সালের নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন।