
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভা আজ সোমবার স্থানীয় হোটেল আর রহমানে অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হীরুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের মহাজোট প্রার্থী মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের প্রার্থী প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, জেলা আ’লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, অ্যাড. আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, রণজিৎ বকসী সূর্য, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. আহসানুল করিম লাছু, সদর উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, গাইবান্ধা শহর শাখার সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, পলাশবাড়ি উপজেলা শাখার সভাপতি আবু বকর প্রধান, সাঘাটা উপজেলা শাখার সভাপতি ওয়ারেছ আলী প্রধান, ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি জিএম পারভেজ সেলিম, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাদুল্যাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব প্রমুখ।
সভার শোক প্রস্তাব পাঠ করেন জেলা কমিটির দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা।