
গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ি আশিক কুমার দাস (২৪) কে গ্রেফতার করেছে।
আজ ১০ ডিসেম্বর সোমবার অনুমানিক ৬ টা ১৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানাধীন কাচারী বাজারস্থ ক্রোকারিজ মার্কেট গণি কনফিডেন্স শপিং টুম্পা ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৫ বোতল ফেন্সিডিল সহ ১। আশিক কুমার দাস (২৪) কে আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি ১। আশিক কুমার দাস (২৪) সদর উপজেলা পৌরসভাধীন কলেজপাড়ার দুলাল চন্দ্র দাসের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান,উদ্ধারকৃত ফেন্সিডিলের মুল্য আনুমানিক ৭৫০০ /=টাকা। গ্রেফতারকৃত আশিকের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।