
আজ ২৩ ডিসেম্বর রাত্রি অনুমানিক সাড়ে তিন ঘটিকায় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা পৌরসভাধীন ভিএইড রোড মোমিনপাড়া এলাকা হইতে ০৫ গ্রাম হেরোইন সহ হিরোইন ব্যবসায়ি ১। আরমান আলম (৩৮) কে আটক করে।
হিরোইন সহ গ্রেফতারকৃত আরমান আলম (৩৮) সদর উপজেলার পৌর শহরের ভিএইড রোড মোমিন পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান,হিরোইন উদ্ধারকৃত হেরোইনের মুল্য আনুমানিক ২৫০০০/=টাকা। গ্রেফতারের
পরবর্তীতে আসামি আরমানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।