
বিশ্ব এইডস দিবস উপলক্ষে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আজ শনিবার শহরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন সম্মেলন কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা।
সিভিল সার্জন ডাঃ আব্দুস শাকুরের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম সাদিকুর রহমান, সাঘাটা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক আখম আসাদুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মখর্তা ডাঃ এবিএম আবু হানিফ, জেলা বিএমএ সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন, ডাঃ সেকেন্দার আলী প্রমুখ।