
গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠানরত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিতুলন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের সেমিফাইনাল খেলায় আজ মঙ্গলবার বঙ্গমাতা গ্র“পের প্রথম খেলায় ফুলছড়ি উপজেলা দল ১-০ গোলে সাঘাটা দলকে এবং দ্বিতীয় খেলায় পলাশবাড়ী উপজেলা দল গোবিন্দগঞ্জ দলকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
অপরদিকে বঙ্গবন্ধু গ্র“পের প্রথম খেলায় সদর উপজেলা দল ৩-০ গোলে গোবিন্দগঞ্জ দলকে এবং দ্বিতীয় খেলায় সাদুল্যাপুর উপজেলা দল ১-০ গোলে সুন্দরগঞ্জ দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
আগামীকাল বুধবারের চুড়ান্ত খেলায় অংশ নেবে বঙ্গমাতা গ্র“পে ফুলছড়ি ও পলাশবাড়ি উপজেলা দল এবং বঙ্গবন্ধু গ্র“পে সদর উপজেলা ও সাদুল্যাপুর দল।