
গাইবান্ধার সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেনীর ছাত্রকে( ১১)গৃহ শিক্ষক শিল্প কলা একাডেমীর আর্ট শিক্ষক, নিপুন খন্দকার (৫০) গতকাল ১৬ ডিসেম্বর রবিবার বিকাল অনুমানিক ৫ টায় অস্বাবাভিক ভাবে যৌন সংগম করে।
এঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। এবং অভিযুক্ত আসামিকে গ্রফতার করেছে পুলিশ।
এঘটনায় গ্রেফতারকৃত নিপুন খন্দকার (৫০) সদর উপজেলার স্টেশন রোড রেল কলনির মৃত এরশাদ আলীর ছেলে।