
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর)আসনের ১০১টি ভোট কেন্দ্রের মোট ২হাজার ২০০ ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর সোমবার সকালে ৩ দিনের পর্যায়ক্রমিক এই প্রশিক্ষণ গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ জানান, গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ১০১টি কেন্দ্রের ৬৬৫টি কক্ষে ভোট গ্রহন করা হবে। ভোট গ্রহনের দায়িত্বে থাকবেন ১০১ জন প্রিজাইডিং অফিসার, ৬৬৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৩৩০ জন পোলিং অফিসার মোট ২হাজার ৯৬জন ভোটগ্রহন কর্মকর্তা। আজ ২৪ ডিসেম্বর সোমবার, বুধবার ও বৃহস্পতিবার-এই ৩দিনের প্রশিক্ষণে ২ হাজার ২০০ জন ভোটগ্রহন কর্মকর্তা আচরণবিধি, ব্যালট বাক্সের নিরাপত্তা, ভোট কেন্দ্রে প্রবেশ, ব্যালট পেপার প্রদানের উপকরণ, বাতিল ব্যালট পেপার, ভোট দান প্রক্রিয়া, প্রতিবন্ধীদের ভোট দানে সহায়তা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করবেন।
১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গাইবান্ধা-২ সদর আসন। এখানে মোট ভোটার ৩ লাখ ৩৪ হাজার ১০০ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৪৪৬ জন এবং মহিলা ১ লাখ ৭১ হাজার ৬৫৪ জন।