
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা পুলিশের বিশেষ টিম QRT ইউনিট কাজ করবে জেলা জুড়ে। (Quick Response Team), QRT ইউনিট গঠন করা হয়েছে।
গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, এমবিএ (আইবিএ) উদ্যোগে গাইবান্ধা জেলা পুলিশে গঠিত হয়েছে QRT ইউনিট। উক্ত ইউনিটটি জেলার যে কোন ধরনের নাশকতা মোকাবেলায় ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য সকল প্রকার দুর্ঘটনা প্রতিরোধে কাজ করবে। জেলার আইন শৃংখলার স্বাভাবিক রাখার ধারাবাহিকতায় জেলায় সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইউনিটটি দ্রুততম সময়ে সেবা দিতে বদ্ধপরিকর থাকবে সবসময়।