
সাম্য ও অভিন্নযাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন, এই শ্লোগান কে সামনে রেখে পালিত হল ২৭ তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস এবং ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্য্যালয়ের আয়োজনে আজ সোমবার সকালে একটি বর্নাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
র্যালীটি শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা। সমাজসেবা বিভাগের গাইবান্ধা উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্য মাজহার-উল মান্নান, ইদ্রিস আলী সরকার, ময়নুল হোসেন রাজা, আশরাফ আলী, আবেদুর রহমান স্বপন, সরকার মো. শহিদুজ্জামান, আকতার হোসেন প্রমুখ। পরে প্রতিবন্ধী শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশন করেন।