
৩১বার তোপধনীর মাধ্যমে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ৪৮ তম বিজয় দিবসের শুভ সূচনা করা হয়েছে দিনব্যাপী না কর্মসূচী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হবে।
সর্যদ্বয়ের সাথে সাথে ৩১বার তোপধনীর মাধ্যমে এ উপজেলায় ৪৮তম বিজয় দিবসের শুভ সূচনায় মহান বিজয়ের শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে পুস্পমাল্য অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পলাশবাড়ী থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, রিক্সা ভ্যান শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাতীয় যুব পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল,জাতীয় পার্টি (জাফর), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, গণতান্ত্রিক বাম, গণজাগরণমঞ্চ, রিপোর্টাস ইউনিটি, প্রেসক্লাব পলাশবাড়ী, সম্মিলিত সাংস্কৃতিক জোট,বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন (অটো),পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়, আর্দশ ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন,পেশাজীবী সংগঠনের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে আরো রয়েছে এস এম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, খেলাধুলা, মুক্তিযুদ্ধ ভিক্তিক চলচিত্র ও বঙ্গবন্ধুর জীবন উল্লেখ্য প্রর্দশন,বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা,মসজিদ- মন্দির, মাদ্রাসা – এতিমখানা উপসানলয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ,সূখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে্য ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযোদ্ধ শীর্ষক আলোচনা সভা,সিম্পোজিয়াম,রচনা প্রতিযোগীতা আবৃতি অনুষ্ঠিত হবে।