
শ্রীলঙ্কার বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এরমধ্য দিয়ে ভারতীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রটিতে সাত সপ্তাহ ধরে চলা রাজনৈতিক সঙ্কটের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সমর্থক ও সাংবাদিকদের উপস্থিতিতে নিজের ব্যক্তিগত বাসভবনে পদত্যাগপত্রে সই করে রাজাপাকসে। পদত্যাগ করার পর সাংবাদিকদের সামনে তাৎক্ষণিক বিবৃতি দেননি ৭৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট।
তবে তার বরখাস্ত অবৈধ উল্লেখ করে বিক্রমাসিংহে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি। এরই প্রেক্ষিতে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়।
এর আগে শুক্রবার রাজাপাকসের ছেলে সাংসদ নমল রাজাপাকসে এক টুইট বার্তায় জানান, দেশের পরিস্থিতি স্থিতিশীল করার স্বার্থেই সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রাজাপাকসেপন্থি একজন আইনপ্রণেতা লক্ষণ ইয়াপা আবেওয়ারদেনা সাংবাদিকদের বলেন, শুক্রবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন রাজাপাকসে; যাতে প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেন।
আবেওয়ারদেনা বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে, আরেকজন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া যাবে না। কিন্তু দেশ জানুয়ারি মাসে যে পরিস্থিতির মুখোমুখি হবে তা মোকাবেলা করা প্রয়োজন, বাজেট ছাড়া একটি দেশ চলতে পারে না। খবর আল-জাজিরা।