
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা ৩ আসনের পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনেে উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মো. ইউনুস আলী সরকার এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি মতলুবর রহমান নান্নু, শহিদুল ইসলাম সরকার বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, সাইফুলার রহমান চৌধুরী তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জাহাঙ্গীর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক ডা. শাকিলা জান্নাতুন ফেরদৌসী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগ আহবায়ক আমিনুল ইসলাম পাপুল, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, আওয়ামী লীগ নেতা মাহাবুব প্রধান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ সামসুজ্জোহা হিটু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, যুবলীগ নেতা আবু মুছা সুমন, তাঁতীলীগ নেতা শেখ তোতা ও ছাত্রলীগ নেতা মোস্তাকিম সরকার বাবলা প্রমুখ।
সভাটি সঞ্চালন করেন উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।
সভায় উপজেলার ৯টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন আসন্ন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এরআগে ডা. মো. ইউনুস আলী সরকার এমপি নৌকা মার্কায় ভোট প্রার্থনায় পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে সদরের স্থানীয় দোকান-পাট ও ব্যবসা-প্রতিষ্ঠানসহ সর্বস্তরের পথচারীদের সাথে গণসংযোগ করেন।