
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সুধার ধাপ এলাকা হইতে তিন লক্ষ টাকা মুল্যের ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন(৩০)কে আটক করেছে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।
দেশে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ সনাক্তকরণ , জঙ্গিবাদ দমন , অপরাধীদের গ্রেফতারসহ আইন শংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । র্যাব শুরু থেকে যে কোন ধরনের অপরাধী , অপহরণকারী , অবৈধ অস্ত্র উদ্ধার , মাদক উদ্ধার , অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্থ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে আসছেন ।
এরই ধারাবাহিকতায় র্যাব – ১৩ গাইবান্ধা ক্যাম্প এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে গতকাল ৭ ডিসেম্বর শুক্রবার রাত আনুমানিক ৯.টা ৩০ মিনিটের সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন সুধার ধাপ গ্রামে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহিন ( ৩০ ), কে গ্রেফতার পুর্বক তাহার নিকট হইতে (১) ৬৯০ পিচ ইয়াবা যাহার মুল্য অনুমানিক ৩,০০,০০০।= (তিন লক্ষ) টাকা এবং (২) একটি মােবাইল , একটি ব্যাটারী , দুইটি সিমকার্ড , একটি মেমােরী কার্ড উদ্ধার করে ।
র্যাবের হাতে গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ২৭ নং ওয়ার্ড কুটিপাড়ার লিয়াকত আলীর ছেলে। সে একজন কুখ্যাত আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। সে টেকনাফ থেকে সুকৌশলে আটকৃত ইয়াবা গাইবান্ধায় এনে বিক্রয়ের চেষ্টা করাকালে হাতে নাতে আটক হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করে র্যাব ১৩ গাইবান্ধা কাম্পের এ এস পি হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত শাহিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ।এঘটনায় গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আলামত সহ গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ।