
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি উদ্যোগে কৃষক-ভূমিহীন ও বাস্তহারা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও দরবস্ত ইউপি’র আঞ্চলিক কমিটির আয়োজনে ১৪ দলীয় জোটের মনোনীত আ.লীগের প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী পক্ষে তালতলা হাইস্কুল মাঠে কৃষক-ভূমিহীন ও বাস্তহারা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন,সভা প্রস্তুতি কমিটির সমন্বয়ক আবুল কাশেম,এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গোবিন্দগঞ্জ আসনের ১৪ দলীয় জোটের মনোনীত আ.লীগের প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী,বিশেষ অতিথি গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার,সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ,
প্রধান বক্তা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম.এ মতিন মোল্লা,সাঃসম্পাদক রফিকুল ইসলাম,জাসদ(ইনু)সাধারন সম্পাদক আল মাবুদ লিটন,জাতীয় কৃষক সমিতির সভাপতি রবিউল আউয়াল,যুবমৈত্রী সভাপতি আশরাফুল ইসলাম,এম মুকুল মিয়া ও আহবানে সভাপতি আজাদুল ইসলাম,জহুরুল ইসলাম ,সম্পাদক আঃ জলিল মন্ডল ও খন্দকার রিপন প্রমূখ।