
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জগদ্দল পাথরের মত জাতির ঘাড়ে চেপে আছে। আগামী ৩০ তারিখের ভোটের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বে বিএনপি নেতাকর্মীরা।
শুক্রবার বেলা ১১টায় বগুড়ায় শহরের টিটু মিলনায়তনে কর্মী সভার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারণায় তার বক্তব্যে এ কথা বলেন।
তিনি বগুড়াবাসীর উদ্যেশ্যে আরো বলেন, আমি আপনারদের কাছে প্রার্থী হিসেবে আসিনি। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিনিধি হিসেবে এসেছি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খালেদা জিয়ার উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র অ্যাড. এাহবুবর রহমান, সাবেক জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, প্রমুখ।
বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বগুড়া সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে নির্বাচনী প্রচারণা চালাবেন। কর্মী সমাবেশে স্থানীয় বিএনপি এবং অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা যোগ দেন।