
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি মোঃ মোস্তফা মিয়া
রংপুর পীরগঞ্জ ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায়,প্ল্যানিং ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহোযোগিতায়, ইএসডিও কর্তৃক বাস্তবায়িত উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত ইউএসএআইডি-অ্যাডভান্সিং অ্যাডোলোসেন্ট হেলথ (এ টুএইচ) প্রকল্পের ”সুস্থ জাতিগঠনে কৈশোর উন্নয়ন” অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্টিত হয়। গত ১২/১১/১৮ ইং তারিখ রোজ সোমবার উক্ত সভায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএ হাকিমএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উন্মে হাবিবা খাতুন, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মকবুল হোসেন,বড়আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান, মিঠিপুর ইউপি চেয়ারম্যান এস এম ফারুক আহম্মেদ, অ্যাডোলোসেন্টলিডার উন্মে হানিফা,ইএস ডিও (এ টুএইচ) প্রকল্পের ভার-প্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার সুবাস কুজোর, ইএসডি ও (এটু এইচ) প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর আব্দুল বারী সরকার প্রমুখ। সভায় (এ টুএইচ) প্রকল্পের সকল কর্মকান্ডের প্রশংসা করেন এবং কৈশোর স্বাস্থ্য উন্নয়ন কার্য়ক্রম এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য স্বম্ব স্থান থেকে দায়িত্ব পালনের প্রতিশ্র“তি দেন।