
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পুলিশ প্রশাসনের লোক সেজে প্রতিবন্ধী রফিকুল ইসলামের (৪০) বাড়ি ডাকাতি। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিবন্ধী রফিকুল ইসলামকে গাঁজা ও জাল টাকার ব্যবসায়ি বলে ভয়ভিতি দেখিয়ে বাক্সে থাকা ১লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
রফিকুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের মৃত আঃ লতিফ বসুনিয়ার ছেলে।
প্রতিবন্ধী রফিকুল ইসলাম জানান, রাত ১১টার দিকে একই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে মাহাবুর রহমানের স্ত্রী মোবাইল ফোন করেন আমার মোবাইলে। ফোনটি ধরেন আমার স্ত্রী। মাহাবুর রহমানের অপ্রাপ্ত মেয়ের বিয়ে দিতে আমার বাড়িতে রব-কনে আনতে বলেন কাজী আতাউর রহমান বলে মোবাইল ফোনে জানান মাহাবুর রহমানের স্ত্রী। পরে মাহাবুর রহমান তার বড় দুলাভাই মন্জু মিয়া ও কনেসহ কয়েক জনকে আমার বাড়িতে রেখে চলে যান। এরপর রাত ১টার দিকে মন্জু মিয়া ঘর থেকে বাড়ি বাহিরে বের হন এবং কিছুক্ষন পরেই অপরিচিত দুইজন লোকসহ মন্জু মিয়া আমার শোয়ার ঘরে প্রবেশ করেন। এসময় অপরিচিত দুই লোক পুলিশ প্রশাসনের লোকের পরিচয় দিয়ে ঘর তছনছ করতে শুরু করেন এবং বলেন আমি নাকি গাঁজা ও জাল টাকার ব্যাবসা করি। প্রতিবন্ধী রফিকুল ইসলাম আরোও জানান, আমি গাঁজা ও জাল টাকার ব্যাবসা করি না বলতেই তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং এরই এক পর্যায় বিছানা থেকে পাউডার জাতীয় একটি প্যাকেট বের করেন তারা। আমি প্যাকেটি চাইলে তারা নিজ পকেটে রাখেন। এরপর জাল টাকা দেখতে চেয়ে আমাকে চাপ দিলে আমার স্ত্রীর বাক্স্র খুলে দেন। পরে তারা বাক্সে রাখা ১লক্ষ ৫০হাজার নিয়ে চলে যান। কাজী আতাউর রহমান এ বিষয়ে কিছুই জানেন না বলে এ প্রতিবেদককে জানান। মাহাবুর রহমান ও তার বড় দুলাভাই মন্জু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তবে যে দুজন টাকা নিয়ে গেছে তাদের আমরা চিনি না।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম আব্দুস সোবহান সাংবাদিকদের জানান, অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ গ্রহন করবো।