
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এএইচএম গোলাম শহীদ রঞ্জু জাতীয় সংসদ গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে গতকাল মঙ্গলবার বিকালে পদত্যাগ করেছেন। স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান। তিনি সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষের কাছে এ পদত্যাগপত্র প্রদান করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে অংশ গ্রহণের জন্য তিনি পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেন। গোলাম শহীদ রঞ্জু বিগত উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বর্তমানে সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং জেলা কমিটির সহ-সভাপতি। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।