
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চোলাই মদসহ ৬ যুবককে আটক করেছে পুলিশ।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আব্দুল জলিল মিয়া জানান, গোপন সংবাদ পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ৭ লিটার চোলাই মদ বিক্রিকালে ৬ যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলো, পূর্ব শিমুলতাইড় গ্রামের গোকুলের পুত্র বিশাল (১৯), রতনের পুত্র হিরা (২২), টাবলু’র পুত্র জয় কুমার (১৯), ফিরোজের পুত্র পিয়াস (১৯), ময়মন্তুপুর গ্রামের তোফাজ্জলের পুত্র আরিফ (১৮), পশ্চিম শিমুলতাইড় গ্রামের রমজানের পুত্র ওয়াসিম (১৯)।
এস.আই আব্দুল জলিল আরোও জানান, আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আজ শুক্রবার গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।