
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমে সব দলকে সমান সুযোগ না দিলে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে একদিন বিচারের সম্মুখীন হতে বলে হুঁশিয়ারি দিয়েছেন ২০ দলীয় জোটের সমন্বয়ক কর্নেল (অব.) অলি আহমদ।
বৃহস্পতিবার বেলা ১১ টায় গুলাশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অলি আহমদ আরো বলেন, ২০ দলীয় জোট নির্বাচনে যেতে চায়, কিন্তু সরকারের সদিচ্ছা নেই। তিনি ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে সমান সুযোগ দেয়ার আহবান জানান।