
রাজধানীর কুড়িল বিশ্বরোড ও রামপুরার পূর্ব হাজিপাড়া বউ বাজার এলাকা থেকে পৃথক ঘটনায় মৃত্যু হওয়া দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, সকালে কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর ঠিকানা জানার চেষ্টা চলছে। তবে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অন্যদিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, রবিবার দিবাগত মধ্যরাতে রামপুরার পূর্ব হাজিপাড়া বউ বাজার এলাকার ভাড়া বাসা থেকে নুপুর আক্তার (২২) নামে এক গৃহবধূর গলায় ওড়না পেচানো মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার পর মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে রিকশাচালক দুলাল তার স্ত্রীকে হত্যা করেছে। এ ঘটনায় ঘাতক দুলালকে সোমবার সকালে তার গ্রামের বাড়ি শেরপুর থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।