
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গার নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে বুড়িগঙ্গা নদীতে যুবকের মরদেহটি ভাসতে ছিল। পরে কেরানীগঞ্জ মডেল থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। যুবকের বয়স ৩০-৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের শরীরে পচন ধরেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত সন্ত্রাসীরা যুবককে হত্যার পর বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে পারে। যুবকের পরনে জিন্স প্যান্ট ও লাল গেঞ্জি রয়েছে। এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় ইউডি মামলা হয়েছে।