
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় ইতিহাস বিকৃতি করা হয়েছিল, সেই বিকৃত ইতিহাস থেকে বাংলাদেশকে মুক্ত করেছে বর্তমান সরকার।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বুধবার সকালে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।