
ফেনীর শর্শদী এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই বাসটি রেলক্রসিংয়ে উঠে গেলে তখন সেটিকে ধাক্কা দেয় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ফেনী অংশের শর্শদী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের চারজন নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় কৈখালী খালী এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শর্শদী রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত ও আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহতদের আধুনিক ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার (আরএমও) মোজাম্মেল হোসেন সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার খরব শুনেছেন বলে জানান।