
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫% ইনক্রিমেন্ট ও ২০% বৈশাখী ভাতা দেয়ার ঘোষণায় গাইবান্ধার সাদুল্যাপুরে শনিবার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন শিক্ষক-কর্মচারীরা।
আজ শনিবার সকালে সাদুল্যাপুর উপজেলা শহরে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি গাইবান্ধা আঞ্চলিক শাখা। বাংলাদেশ শিক্ষক সমিতি গাইবান্ধা আঞ্চলিক শাখার সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে আলোচনা করেন সাদুল্যাপুর বহুমূখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ও দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম রব্বানী প্রমূখ।
সাদুল্যাপুর বহুমূখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে আনন্দ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।