
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর একই সঙ্গে মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল ১১ টা ৪৫ মিনিটে জাকেরগঞ্জ রেল গেটে ।
প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে মোখসেদুল (৪৫) ও তহুরা বেগম(৩২) স্বামী-স্ত্রী মোটর সাইকেলযোগে পার্বতীপুর শহর থেকে বাড়ী ফিরছিলেন। রেল গেট পার হওয়ার মূহুর্তে চলন্ত রাজশাহী —-চিলাহাটিগামী আস্তঃনগর তিতুমীর ট্রেনের সামনে পড়লে মৃত্যুর এ ঘটনা ঘটে । তাদের বাড়ী উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের শ্রীরামপুর সুন্দরপীর গ্রামে। নিহত মোখসেদুল একজন আনসার বাহিনীর সদস্য । ঠাকুরগাঁও ইক্ষু গবেষনাগারে প্রহরার দায়িত্বে কর্মরত ছিলেন । কদিন আগে ছুটিতে বাড়ী এসেছিলেন । পার্বতীপুর জি আর পি ওসি এস এম আরিফুর রহমান দুঘর্টনার সত্যতা নিশ্চিত করেছেন ।