
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক সবুর মিয়া ভূয়াপুর উপজেলার সারপলশিয়া গ্রামের আক্তার আলীর ছেলে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আর দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।