
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২ শ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট সাফিরুল (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত সারে নয়টার দিকে উপজেলার দরবস্ত ইউপির বিশ্বনাথ দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সাফিরুল উপজেলার দরবস্ত ইউপির বিশ্বনাথপুর দুর্গাপুর গ্রামের খলিল মিয়ার ছেলে।
এখবর নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসান জানান , উদ্ধার কৃত ইয়াবার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। তার বিরুদ্ধে আদালতে আরো একটি মামলা বিচারাধীন আছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু হয়েছে।