
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের চলমান অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ একাধিক মামলার আসামি সিরাজুল ইসলাম শিমুল কে গ্রেফতার করেছে।
গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল ও শান্তানুরের নেতৃত্বে একটি টিম গতকাল ২৭ নভেম্বর রাত অনুমানিক ৯ টা ৫০ মিনিটের সময় উপজেলার গুমানীগন্জ ইউনিয়নের নাগের ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও ইয়াবা ব্যবসায়ী সিরাজুল ইসলাম শিমুল(৩৪) কে ১৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
ইয়াবা সহ গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী সিরাজুল ইসলাম শিমুল(৩৪) গোবিন্দগঞ্জ উপজেলার নাগের ভিটা গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।
এখবর নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ কে এম মেহেদী হাসান জানান, উদ্ধার কৃত ইয়াবার মূল্য ৪৫ হাজার টাকা। তিনি আরো জানান, গ্রেফতারকৃত সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে আরো ২টি মাদক মামলা বিচারাধীন আছে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে ।