
গাইবান্ধার জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মানান মিয়ার নিদের্শে গতকাল রাত ৯ ঘটিকায় এসআই নাজমুলের নেতৃত্বে এসআই হাবিব, এএসআই তরুণ, এএসআই আনিস বুজরুক বোয়াললিয়া অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা সহ শাহিনুর ইসলাম (৩৮) পিং- মৃত – আমির হোসেন সাং- বোয়ালিয়াকে এবং রাত সারে ৯ ঘটিকায়
এসআই মমিরুলের নেতৃত্বে এসআই শান্তনুর,শাহীন, বোরহান, এএসআই সাইফুল ২য় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা সহ পেশাদার মাদক ব্যবসায়ী হামিদুল শেখ (৩০) পিং- মৃত তোতা মিয়া সাং পান্থাপাড়া কে পান্হাপাড়া এলাকা হতে গ্রেপ্তার করে।
ওসি একেএম মেহেদী হাসান জানান, উদ্ধার কৃত ইয়াবা ও গাঁজার মূল্য ৬০ হাজার ৩ শত টাকা।আসামি হামিদুলের আরো ২টি মামলা আদালতে বিচারাধীন আছে।এ বিষয়ে থানা ২ টি মামলা রুজু হয়েছে।