
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ পৃথক ৩ টি অভিযান পরিচালনা করে মোট ৩৬৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাজাঁ সহ ৩ জন কে আটক করেছে।

২৩ নভেম্বর শুক্রবার রাত্রী অনুমানিক ৯ টা ১৫ মিনিটের সময় গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুলের নেতৃত্বে পুলিশের ১টি টিম প্রথম অভিযানে ১। শহিদুল ইসলাম (২৯) কে ২৫০ পিস এবং এসআই জহুরুল ও এএসআই আনোয়ারে নেতৃত্ব ১টি টিম রাত্রী অনুমানিক ৯ টা ৩৫ মিনিটের সময় দ্বিতীয় অভিযানে কামদিয়া ইউপির মহিষমুড়ি এলাকা হতে ২। স্বপন(২৮) কে ১১৫ পিস ইয়াবা সহ এবং তৃতীয় অভিযানে এসআই শফিকুলের নেতৃত্বে একটি টিম গোবিন্দগঞ্জ পৌরসভাস্হ ঝিলপাড়া এলাকা হতে ২৫০ গ্রাম গাঁজা সহ ৩। আনন্দ বিশ্বাস (৪০) কে রাত আনুমানিক ১০ টা ৫ মিনিটের সময় গ্রেফতার করে।

পুলিশের হাতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতারকৃত ১।শহিদুল ইসলাম (২৯) গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। দ্বিতীয় অভিযানে গ্রেফতারকৃত ২।স্বপন (২৮) মহিষমুড়ি গ্রামের মৃত আঃ সামাদের ছেলে। তৃতীয় অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩। আনন্দ বিশ্বাস (৪০) ঝিলপাড়ার গ্রামের গিরেন বিশ্বাসের ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ কে এম মেহেদী হাসান জানান, উদ্ধার কৃত ইয়াবা ও গাঁজার মূল্য ১ লক্ষ ১২ হাজার টাকা। গ্রেফতাকৃত শহিদুলের বিরুদ্ধে আরো ৪টি, স্বপনের বিরুদ্ধে আরো ২টি ও আনন্দের বিরুদ্ধে আরো ১টি মামলা আদালতে বিচারাধীন আছে।ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অাইনে গোবিন্দগঞ্জ থানায় পৃথক ৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।