
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ পৃথক দুটি অভিযানে মোট ৩০৫ পিস ইয়াবা সহ ২ জন গ্রেফতার করেছে।
গতকাল ২০ নভেম্বর রাত্রী অনুমানিক ৯ টা ১৫ মিনিটের সময় গোবিন্দগঞ্জ থানার এসআই হাবিবের নেতৃত্বে পুলিশের ১টি টিম দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ি হতে অাসামী১। মোখলেস (৪২) কে ১৫০ পিস এবং অপর অভিযানে এসআই শান্তনুরের নেতৃত্ব ১টি টিম রাত্রী ১০ টা ১০ মিনিটের সময় গুমানিগঞ্জ ইউনিয়নের কোচমর্দন বাড়াইপারা হতে আসামী ২। ফজলু(৩৭) কে ১৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
পৃথক দুটি অভিযানে ইয়াবা সহ গ্রেফতারকৃতরা হলো গোবিন্দগঞ্জ উপজেলার চাকলা গ্রামের মৃত নাদের মন্ডলের ছেলে ১।মোখলেছ (৪২) ও একই উপজেলার কৃষ্ণপুর ছয়ঘড়িয়া গ্রামের দুদু মিয়ার ছেলে ২।ফজলু (৩৭)।
এখবর নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ কে এম মেহেদী হাসান জানান,উদ্ধার কৃত ইয়াবার মূল্য ৯১ হাজার ৫ শত টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অাইনে গোবিন্দগঞ্জ থানায় দুটি নিয়মিত মামলা রজু করা হয়েছে।