
গাইবান্ধার গোবিন্দগঞ্জে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক (৫ম পর্যায়)”শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে আজ দুপুরে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে জেলা তথ্য অফিসার তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর আরএমও ডা.সাকোয়াত হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহাম্মেদ, সাবেক অধ্যক্ষ মোবারক আলী, অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীব প্রিন্স, সহকারী জেলা তথ্য অফিসার হায়দার আলী, প্রধান শিক্ষক আব্দুর রশিদ সরকার, ইউপি চেয়ারম্যান মান্নান মোল্লা, ইউপি চেয়ারম্যান সাজাহান আলী সাজু, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা আনোয়ারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোকার্রম হোসেন রানা, প্রভাষক দিপক কর, অগ্নিবিনা সংঙ্গীত নিকেতনের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম মৃধা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।