
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষে ১৪ দলের প্রতিনিধি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক পৌর মেয়র আতাউর রহমান সরকার।
সভায় বক্তব্য রাখেন ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের নৌকার নমিনী সাবেক সাংসদ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,সহ সভাপতি কামরুল হাসান ফাইয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাহজাহান আলী সরকার,পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন আকন্দ,ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক এম এ মতিন মোল্লা, উপজেলা জাসদ (ইনু) সভাপতি সেকেন্দার আলী মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ লিটন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য রফিকুল ইসলাম,রবিউল আওয়াল বিএসসি,আশরাফুল ইসলামসহ ১৪ দলের নেতৃবৃন্দ। সভা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী কে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার লে কর্মপন্থা নির্ধারণ করা হয়। সভায় ১৪ দলীয় প্রার্থীর পে কাজ করার জন্য সম্মিলিত সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ১৪ দলের প থেকে গোবিন্দগঞ্জে নৌকা মার্কার নমিনী প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।