
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বিভিন্ন দলের ৯ জন প্রার্থী সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ এর নিকট মনোনয়ন পত্র জমা দেন।
প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী বর্তমান ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এএইচএম গোলাম শহীদ রঞ্জু, বিএনপি’র মনোনীত প্রার্থী সাঘাটা উপজেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ:সভাপতি সদ্য বিএনপিতে যোগদানকারী ফারুক আলম সরকার, বিএনপি নেতা শিল্পপতী নাজেমুল ইসলাম প্রধান, শাহ মোঃ আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম গোলাপ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক মন্ডল, সিপিবি’র মনোনীত প্রার্থী যজ্ঞেশ্বর বর্মণ মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।