
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের হাতে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন, আওয়ামীলীগের মনোনিত প্রার্থী প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,সহ সভাপতি ফেরদৌস আলম রাজু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, যুগ্ন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু,পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন আকন্দ,কেন্দ্রিয় স্বেচ্ছা সেবকলীগ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজমুল ইসলাম লিটন,অধ্যক্ষ আব্দুন নূর,জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুম শিল্প,ওয়ার্কাস পার্টির সম্পাদক এম এ মতিন মোল্লাসহ নেতৃবৃন্দ।
তার পর বিএনপি থেকে মনোনয়ন পত্র দাখিল করেন, উপজেলা বিএনপির সহ -সভাপতি এ্যাডভোকেট ওবাইদুল হক সরকার বাবলু সরকার,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহাম্মেদ,সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন,বিএনপির কেন্দ্রিয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজায়ানুল হাবীব রফিক,যুগ্ন সম্পাদক ভিপি সাদেকুল ইসলাম প্রধান,যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান ডিউক চৌধুরী,দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, কোচাশহর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোশারফ হোসেন,সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শাহালম সরকার মজনু প্রধান,স্বেচ্ছা সেবক দলের নেতা শহিদুল ইসলাম বাদশা,অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী থেকে মনেনয়ন পত্র দাখিল করেছেন, উপজেলা জাতিয় পার্টির সভাপতি কাজী মশিউর রহমান।এসময় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল,পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদসহ নেতৃবৃন্দ। এদিকে মনোনয়ন পত্র দাখিল করেছেন, স্বতন্ত্র প্রার্থী রাবেয়া ক্লিনিকের পরিচালক ডা. আব্দুর রহিম সরকার।তার সাথে ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধানসহ নেতাকর্মীগন। গনফোরামের প্রার্থী আব্দুর রউফ আকন্দ, ইসলামী আন্দোলনের তৌহিদুল ইসলাম তুহিন,বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টির শামিউল আলম, মুসলিমলীগ থেকে ছানোয়ার হোসেন সানু,এনপিপি’র খন্দকার মো. রাশেদ, জাকের পার্টি থেকে আবুল কালাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।প্রাথীদের মনোনয়ন পত্র জমাদানের সময় নেতাকর্মী ও শুভাকাংখি বৃন্দ উপস্থিত ছিলেন।