
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন, ডা. মোঃ ইউনুস আলী সরকার এমপি। সহকারী রিটার্নিং অফিসার ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কাছে তিনি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, জাহাঙ্গীর আলম বাবু সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল প্রমুখ।
বুধবার (২৮ নভেম্বর) গাইবান্ধা-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. মোঃ ইউনুস আলী সরকার (আওয়ামী লীগ), সাবেক এমপি জাতীয়পার্টি ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী (কাজী জাফর), জাতীয়পার্টি ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী (এরশাদ), সাবেক মহিলা সাংসদ বেগম রওশন আরা ফরিদ (বিএনপি), অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক (বিএনপি), মো. রফিকুল ইসলাম রফিক (বিএনপি), এসএম খাদেমুল ইসলাম খুদি (জাসদ), মোস্তফা মনিরুজ্জামান (কৃষকশ্রমিক জনতালীগ), কৃষিবিদ সাদেকুল ইসলাম গোলাপ (বাসদ), মিজানুর রহমান তিতু (এনএনপি), মো. হানিফ দেওয়ান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), প্রার্থী তৌফিকুল আমিন মন্ডল টিটু (স্বতন্ত্র), আবু জাফর মো. জাহিদ নিউ (স্বতন্ত্র), মো. আমিনুল ইসলাম দুদু (স্বতন্ত্র) ও মো. নজল হোসেন (স্বতন্ত্র) প্রমুখ।
উল্লেখ্য, পলাশবাড়ী ও সাদুল্লাপুর পৃথক দুটি উপজেলা নির্বাচন অফিস হতে পাওয়া তথ্যে গাইবান্ধা-৩ আসনে দলীয়-স্বতন্ত্রসহ মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৭ প্রাার্থী। তন্মধ্যে জমা প্রদান করেছেন ১৫ জন প্রার্থী। মনোনয়নপত্র জমা দেননি জাতীয়পার্টির এ্যাডভোকেট মমতাজ উদ্দিন (এরশাদ) ও আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু (স্বতন্ত্র)।
উল্লেখ্য , একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটির দুটি উপজেলায় ১৩২ টি কেন্দ্রে মোট ৪ লক্ষ ১১ হাজার ৮শত ৪১ জন ভোটার । এ আসনে নারী ভোটার ২ লক্ষ ১১ হাজার ১ শত ২ জন ও পুরুষ ভোটার ২ লক্ষ ৭ শত ৩৯ জন। এ আসনে ভোট গ্রহনে ১৩২ জন প্রিজাইডিং অফিসার,৭৮৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার,১৫৭২ জন পোলিং অফিসার দায়িত্বে নিয়োজিত থাকবেন ।